দিল্লি আগ্রা শিমলা মানালি থেকে কলকাতার পথে
আগ্রার তাজমহল দেখার স্বপ্ন অনেক দিনের। সে জন্য টাকাও জমিয়েছিলাম। শেষ পর্যন্ত ট্রাভেল এজেন্সির প্রতারণায় যাওয়া হয়নি। এতো ছিল ২০১৫ সালের শেষ দিকের ঘটনা। পরে সিলেটের তামাবিল সীমান্ত গিয়ে ঘুরে এসেছিলাম ভারতে শিলংয়ের দর্শনীয় স্থানগুলো। আশা ছিল ২০১৭ সালের শুরুতেই আবার ভারত ঘুরতে যাবো।
ভিসার আবেদন
ভিসার মেয়াদ শেষ। শ্যামলি সেন্টারে ই-টোকেন ছাড়াই এখন ভারতের ভিসা আবেদন জমা দেওয়া যায়। অনলাইনে পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি, এককপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটোকপি, ডলার অ্যানড্রোসমেন্ট, অফিসের অনাপত্তিপত্র (এনওসি), পাসপোর্টের ফটোকপির সঙ্গে বর্তমান ও পুরাতন পাসপোর্ট জমা দিয়ে ১০ দিনেই পেয়ে গেলাম ভারত ভ্রমণের ৬ মাসের ভিসা।
পরিকল্পনা
ভিসা পাওয়ার পর শুরু হলো কোথায় কোথায় ঘুরবো সে ভাবনা। সহায়তায় ফেসবুকের টিওবি গ্রুপ। ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয় এই গ্রুপ। ভ্রমণের যে কোন প্রয়োজনে এখানে কোন প্রশ্ন করলেই উত্তর মেলে। গ্রুপের নানা পোস্ট পড়ে তৈরি করে ফেললাম আমাদের ৭ দিনের ভারত ভ্রমণের পরিকল্পনা।
পুরো ভ্রমণের আদ্যোপান্ত প্রকাশিত হয়েছে জাগো নিউজের ঈদ সংখ্যায়। পড়তে এখানে ক্লিক করুন