ওয়েব হোস্টিং কি এবং কিভাবে কিনবেন?
ওয়েব হোস্টিং হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সব সময় চালু থাকবে। সেই সাথে ওয়েবসাইটটি বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ ভিজিট করতে পারবেন। আপনার ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও বছরের ৩৬৫ দিন চালু রাখার জন্য একটি জায়গা প্রয়োজন। সেই নির্ধারিত জায়গাকে বলা হয় ওয়েবসাইটের হোস্টিং বা ওয়েব হোস্টিং।
যখন কেউ আপনার ওয়েবসাইটের ডোমেইনটি ব্রাউজারে লিখে ইন্টারনেটে সার্চ করবে তখন ডোমেইন নামটি IP Address এ রূপান্তরিত হয়ে ওয়েব হোস্টিং কোম্পানির কম্পিউটারে নিয়ে যাবে। যেখানে আপনার ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও জমা করা আছে। এরপর নির্ধারিত কিছু প্রক্রিয়ার মাধ্যমে ভিজিটর বা ইউজারের তা ব্রাউজারে দেখতে পাবে। ওয়েব হোস্টিং মূলত এভাবে কাজ করে থাকে।
দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। দেখুন কিভাবে ওয়েব হোস্টিং কিনবেন –
এক্সনহোস্ট থেকে হোস্টিং কিনতে এখানে ক্লিক করুন।
How To Buy HOSTING From Bangladesh – Step By Step
Web hosting is a service through which your website is always running. The website allows people to visit from anywhere in the world. Your website has need storage for text, images, videos for running on 365 days. That designated place is called Website Hosting or Web Hosting.
When someone writes the domain of your website into the browser and searches the Internet, the domain name will be converted to IP address and taken to the web hosting company’s computer. Where your website text, pictures, videos are storage. The visitor or user will see it in the browser through some of the specified processes. This is how web hosting basically works.
Various companies in the country and abroad offer hosting services for monthly or annual payment.
Today I will show you how to buy hosting from Bangladesh in Step By Step. If you haven’t subscribed to my channel yet, Please subscribe now.