ডোমেইন কি এবং কিভাবে কিনবেন?
ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। ডোমেইন নাম ক্লাইন কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। একটি ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রণ করে ডোমেইন নেম সিস্টেম।
প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য ব্যাপার। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়।
একটি ওয়েবসাইট তৈরির জন্য প্রথমেই প্রয়োজন হয় ডোমেইন। দেখুন ডোমেইন কিভাবে কিনবেন –
এক্সনহোস্ট থেকে হোস্টিং কিনতে এখানে ক্লিক করুন।
How To Buy DOMAIN From Bangladesh – Step By Step
A domain name usually refers to the name of a website. Each website has a specific IP address. But remembering a website with IP is difficult. So for the convenience of remembering, the domain name is used instead of the IP address.
The domain is the first required to create a website. Today I will show you how to buy domain from Bangladesh in Step By Step.